শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
No menu items!
বাড়িঅপরাধগভীর রাতে শ্রীপুরে সশস্ত্র হামলা: বাবা-দুই ছেলেকে কুপিয়ে গুরুতর আহত, ব্যাপক ভাঙচুর

গভীর রাতে শ্রীপুরে সশস্ত্র হামলা: বাবা-দুই ছেলেকে কুপিয়ে গুরুতর আহত, ব্যাপক ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে একটি বসতবাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলযোগে ৫০–৬০ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে একটি বাড়ির বাউন্ডারি ও টিনের বেড়া ভাঙচুর করে এবং একই পরিবারের তিনজনকে দা দিয়ে কুপিয়ে  মারাত্মকভাবে আহত করেছে।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া হানু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. সামছুল হক মৃধা এবং তার দুই ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২) ও সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে আল আমিন মৃধার নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নবনির্মিত বাউন্ডারি ভেঙে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করে। ভাঙচুরের শব্দ শুনে সামছুল হক বাইরে এলে দুর্বৃত্তরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এরপর দুই ছেলে এগিয়ে আসলে তাদের ওপর আক্রমণ করা হয়। এতে তারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এর আগেও বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার সময় ৯৯৯ নম্বরে ফোন করা হলেও তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন। এতে আল আমিন মৃধা, নিজাম উদ্দিন মৃধা ও রোকিয়া বেগমসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করা হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আবুল বাশার বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ