শনিবার, অক্টোবর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কেরানীগঞ্জে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী গুরুতর আহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক মালয়েশিয়া প্রবাসী যুবক। আহত ওই ব্যক্তির নাম মো. রাসেল (৪৫)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজেন্দ্রপুর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত রাসেলের গতিরোধ করে। তাদের মধ্যে ছিলেন উসমান মোল্লার ছেলে আকাশ মোল্লা (৩০) এবং হাকিম মিয়ার ছেলে সিয়াম (২৩)। তারা রাসেলকে ঘিরে ফেলে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা প্রথমে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, ছিনতাইয়ের সময় আকাশ মোল্লা ধারালো চাকু দিয়ে রাসেলের পেটে আঘাত করার চেষ্টা করে, তবে রাসেল সরে যাওয়ায় চাকুটি তার পায়ে লাগে। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে জোরপূর্বক ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর ও তেঘরিয়া এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, সে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত এবং রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়ে এসব অপরাধ চালিয়ে যাচ্ছে। এমনকি, কয়েক বছর আগে বিদেশে খুনের ঘটনার পর সে দেশে ফিরে আসে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় গাড়িচালক আসিনুর রহমান আনিস বলেন, “আকাশ মোল্লা প্রায়ই রাতে ঝিলমিল ও তেঘরিয়া আন্ডারপাস এলাকায় গাড়ি আটকে ছিনতাই করে। আমরা জানি, দেখি, কিন্তু ভয়ে কিছু বলার সাহস পাই না।”

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, “অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ