শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারালেন দুইজন

কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারালেন দুইজন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন এবং একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ (৪০) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শুক্কুর আলীর ছেলে মোঃ মোতালিব (৩৫)। আহতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছর বয়সী শিশু পুত্র তামিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি নরসিংদী অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন এবং আহতদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ট্রাকটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ