জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চাকখিলদা নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৩টার দিকে বিলবর্নী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইল খেলায় আরশেদ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির।উক্ত খেলাটি শুভ উদ্বোধন করেন লতিফ প্রামানিক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আ: মজিদ মেলেটারী ও পৃষ্ঠপোষকতায় ছিলেন আয়নাল হক।খেলাটি পরিচালনায় ছিলেন নবজাগরণ ক্রীড়াঙ্গন ক্লাবের সহ-সভাপতি শামীম হাসান। সহযোগিতায় ছিলেন মনির হোসেন (বাবু), শ্রাবণ ফকির এবং আপন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশিদ শরিফ, আবু বকর তালুকদার, আব্দুল হাই তালুকদার, বেলায়েত মন্ডল, দুলাল ফকির, মোতালেব ফকির, জিল্লুর রহমান, ফরহাদ রেজা ও নুরুজ্জামান। তাদের উপস্থিতি আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে।টুর্নামেন্টের উদ্দেশ্য চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে আগ্রহী করা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করে সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে মন্তব্য করেন অতিথিরা।