শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
No menu items!
বাড়িসর্বশেষকালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ

কালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ

শাহ আলম, কালিহাতী প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, কৌশলগত উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পান, যা ভবিষ্যতে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মাহবুব-উল-আলম খাসনবীশ, জেলা সহকারী পরিচালক (কার্যক্রম) মিজানুর রহমান, জেলা সমাজসেবা অফিসার (রেঃজিঃ) আসাদুল ইসলাম প্রমূখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য প্রাসঙ্গিক কৌশল ও দিকনির্দেশনা নিয়ে উপকৃত হন। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত করা হলে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ আরও বাড়বে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা