শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
No menu items!
বাড়িলিড নিউজকালিহাতীতে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে একটি ওষুধের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালায়। তবে ততক্ষণে আগুনে পুড়ে বিপুল ক্ষতির সম্মুখীন হন ওই এলাকার ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, যা থেকে ওষুধের দোকানে আগুন ধরে এবং পরে তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন: ইমান আলী, ওয়ার্কশপ মালিক – ১৫ লাখ টাকা, ফরহাদ আলী, টেইলার্স দোকানদার – ২০ লাখ টাকা,আশরাফুল ইসলাম গ্লিল ওয়ার্কশপ মালিক – ১০ লাখ টাকা, নূরুল আমিন, মোটর সাইকেল মেকানিক – ২০ লাখ টাকা,কামরুল ইসলাম বিসমিল্লাহ ফার্মেসীর মালিক – ১ কোটি টাকা,লিটন ফার্মেসী দোকান মালিক – ২০ লাখ টাকা,আব্দুল লতিফ বিদ্যুৎ সরঞ্জাম দোকান মালিক – ৫ লাখ টাকা, মৃত শাজাহান তালুকদার ডেকোরেশন মালিক – ৫ লাখ টাকা,শাহ আলম, মনোহরি দোকান মালিক – ৩ লাখ টাকা।অগ্নিকাণ্ডে মোট প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এই দিকে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করি।ক্ষতিগ্রস্ত দোকানের পরিমান ৯/১০টি  ও ক্ষতির পরিমান আনুমানিক ৮০/ ৯০ লাখ টাকা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা