আমরা রক্ত দাতা জয় করবো মানবতা এই শ্লোগানকে সামনে রেখে রক্তদানের অপেক্ষায় কালিয়াকৈর গ্রুপের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেরা রক্তাদাতাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২৫ আগস্ট শুক্রবার বিকেলে কুতুবদিয়া সৌরভ গার্ডেনেএই পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব সামছুল হক পালোয়ান।তার অবর্তমানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান কে গুরুত্ববহ করে তুলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রনেতা, কালিয়াকৈর উপজেলা বি এন পি’র সংগ্রামী সাধারণ সম্পাদক জানাব পারভেজ আহমেদ ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রক্তদানের অপেক্ষায় কালিয়াকৈর ROK গ্রুপের সভাপতি মনির হাসান । নুর বিন মনসুরের উদ্ভোদনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ROK সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম।
গ্রুপের পক্ষ থেকে ৫ বারের অধিক রক্তদান করেছেন এমন ১৬২ জন রক্তদাতাদের পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেরা রক্তদাতা সাদ্দাম,জুই,নুরুউদ্দিন প্রমুখ।