সোমবার, জুলাই ২৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা পিন্টু

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা পিন্টু

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই কিশোর শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (২৭ জুলাই) সকালে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির একটি প্রতিনিধি দল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে শোক জানায় এবং কবর জিয়ারত করেন।

মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানবীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের হুমায়র আহমেদ—এই দুই শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু নিজে উপস্থিত থেকে তানবীর ও হুমায়রের বাবা-মাকে সান্ত্বনা দেন। এসময় নিহতদের পরিবার কান্নায় ভেঙে পড়েন, উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আব্দুস সালাম পিন্টু বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালনা অনুচিত। মধুপুরের মতো জনবিরল এলাকায় এই অনুশীলন চালানো যেতো। বিমানগুলো সঠিকভাবে পরিচালিত হয়েছিলো কি না—তা এখনই তদন্তের মাধ্যমে বের করে আনা উচিত।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ