শনিবার, অক্টোবর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম: গাউসুল আজম হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম: গাউসুল আজম হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস

আজ শনিবার (১১ রবিউস সানি) পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, যা সুফি সাধক, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ অলী এবং গাউসুল আজম হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস হিসেবে পরিচিত।

হিজরি ৫৬১ সালের এই দিনে, ইসলাম প্রচারের মহান পুরোধা, হাদিস, তাফসির ও তাসাউফের পথপ্রদর্শক হজরত আবদুল কাদের জিলানী (রহ.) ইন্তেকাল করেন। তার মৃত্যুর দিনটিকে স্মরণ করেই বিশ্বজুড়ে মুসলমানরা গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করে থাকেন।

‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত— ‘ফাতেহা’ অর্থাৎ দোয়া বা মাগফিরাতের আবেদন এবং ‘ইয়াজদাহম’, যা ফারসি শব্দ, যার অর্থ ‘এগারো’। অর্থাৎ, এই দিনটি হলো রবিউস সানি মাসের একাদশতম দিন, যেদিন হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ইন্তেকাল হয়।জন্ম: ৪৭০ হিজরি, জিলান নগরী, ইরান,ইন্তেকাল: ১১ রবিউস সানি, ৫৬১ হিজরি পিতা: সৈয়দ আবু সালেহ, মাতা: বিবি ফাতেমা
মুরশিদ: হজরত আবু সাঈদ মাখরুমি (রহ.)
তিনি বাগদাদে ইসলামী জ্ঞানের অন্যতম কেন্দ্র গড়ে তোলেন এবং তাঁর দরবেশি জীবন, খোদাভীতি, মানবসেবার শিক্ষা এবং ইসলামের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেন। আজকের এই দিনে, বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা দোয়া-মোনাজাত, কোরআন খতম ও মিলাদ মাহফিলের মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করে থাকেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ