প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।
এদিকে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে লঙ্কান ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি বলেছেন, ‘আমরা সিরিজ নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। প্রক্রিয়াটার দিকেই চোখ রাখছি। জানি আমরা ভালো দল। আমাদের প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, যদি তা করতে পারি তাহলে মনে হয় না প্রতিপক্ষ আমাদের সঙ্গে পারবে।’
আজকের ম্যাচ জিতলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। গতকাল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ওপেনার ইমনের কাছে জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন, ‘(ইতিহাস গড়ার সুযোগ) ইতিহাস কেন? (শ্রীলঙ্কার সাথে সিরিজ) জিতি নাই আমরা? (এই মাঠে, শ্রীলঙ্কার ঘরের মাঠে) আচ্ছা আচ্ছা।’
সিরিজ জয়ের বড় সুযোগ দেখছেন ইমন। তিনি বলেন, ‘কালকে (আজ) আমাদের জন্য একটা বড় সুযোগ। কালকে ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আত্মবিশ্বাস আসবে আবারও। শেষ ম্যাচ জেতার পর অইটা বিল্ড করছে। সবাই হাসিখুশি আছে। ইন শা ল্লাহ আমরা সবাই চেষ্টা করব কালকের ম্যাচ জেতার। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
টপ অর্ডারে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটি ভালো শুরু এনে দিচ্ছে। এ প্রসঙ্গে ইমন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। এটা ধারাবাহিকতা থাকতে হবে। বড় ম্যাচে এই ধারাবাহিকতা থাকলে আমাদের জন্য ভালো হবে।’
এর আগে, গত শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারায় বাংলাদেশ। এদিন ২৪৮ রানের জবাবে খেলতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান করে শ্রীলঙ্কা। এই জয়ে ১-১ সমতায় ফেরে টাইগাররা। তার আগে, প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা।
আজকের বাংলাদেশ একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশনিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।