রবিবার, জুলাই ৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আজ বৈঠকে বসছে ইসি

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আজ বৈঠকে বসছে ইসি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ৭ম কমিশন সভা করছে নির্বাচন কমিশনের (ইসি)। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১১টায় সভাটি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনারসহ ইসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের তথ্য মতে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০০ সংসদীয় আসনের মধ্য থেকে এ পর্যন্ত ৭৫টি আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে ইসিতে ৬০৭টি আবেদন জমা পড়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, যেসব (২২৫টি) আসন থেকে সীমানা পুনর্বিন্যাস চেয়ে কোনো আবেদন পড়েনি সেগুলোতে তারা হাত দেবেন না।
এদিকে কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়েও আলোচনা হবে। আইনে যে জিনিসগুলো আছে- প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, স্ট্যাটাস, জনসংখ্যা, ভোট সংখ্যা এবং ঐতিহাসিক ভিত্তিও সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে পর্যালোচনা করে দেখা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ