মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।এতে ওই বাজারের শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত (১৬ মে) ২টার দিকে উপজেলার শ্রীনগর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায়
শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ করেই বাজারে আগুন লাগে। একটি দইয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তারা বলেন, আগুন লাগার পর নৈশ প্রহরীরা তাৎক্ষণিক আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যোগ দেয়। এরই মধ্যে পাশাপাশি থাকা দোকানগুলোতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে বাজারের লুঙ্গি পট্টি, মিঠাই পট্টি, দুধ পট্টি, সেকা রুটি পট্টি ও মুরগী পট্টির সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েছে ৫টি ইউনিট। শুক্রবার (১৬ মে) সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যাওয়া ‘আনোয়ার বস্ত্র বিতান’র মালিক মঞ্জুরুল ইসলাম জানান, তিনি হরপাড়া গ্রাম থেকে ছুটে এসেও তার দোকান রক্ষা করতে পারেননি। ছাই হয়ে যাওয়া লুঙ্গিগুলোর মূল্য প্রায় ৬০ লাখ টাকা। তিনি আরও বলেন, সারা জীবনের সঞ্চয় গেল। এখন কী দিয়ে ঘর চালাব?
এদিকে, আগুনের খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা তাদের পাশে আছি।