বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাবেন।
শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “আমাদের ভাইস চেয়ারম্যান শনিবার দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোটার নিবন্ধনের জন্য যাবেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।”
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। বিএনপি আগেই জানিয়েছিল, দেশে ফেরার পর তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এরই ধারাবাহিকতায় আজ তার ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে দেশের যে কোনো এলাকার ভোটার হলেই যথেষ্ট।
২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের সময় নানা কারণে তারেক রহমান ভোটার হতে পারেননি বলে জানা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রার্থীকে ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে হয়।
