রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ভোটার হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হলো তারেক রহমানের নাম।
এর আগে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে তাদের ছবি তোলা হয়। পাশাপাশি ১০ আঙুলের ছাপ, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) এবং স্বাক্ষর প্রদান করেন বাবা ও মেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, ‘আগামীকাল বিষয়টি নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্তের পর তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।’ এর পরিপ্রেক্ষিতে রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ