মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীউত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে,তাদের মধ্যে ২৫ জনই...

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে,তাদের মধ্যে ২৫ জনই শিশু!

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হলেও উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ২৬ জন।  তাদের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
তিনি জানান, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা অব্যাহতভাবে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছি। তবে কিছু রোগীর অবস্থা এখনও সংকটাপন্ন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার লোকজনের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশিরভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার।
সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উত্তরার বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন।
এদিকে, এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচেপড়া ভিড় ও জনসমাগমের কারণে আজ থেকে সেনাবাহিনী নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ