বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না: নাহিদ ইসলাম

আজকে গাজীপুরের সন্ত্রাশীরা ধমক দিচ্ছে,মহড়া দেওয়ার চেষ্টা করছে,তারা বলছে ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের শক্তিকে তারা উপড়ে দিবে।মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদীরা কিছু দিন আগেগোপালগঞ্জেও আমাদের বাঁধা দিয়ে রাখতে পারে নাই,আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি।আমরা আজ গাজীপুরের মাটিতে এসেছি।বাংলাদেশের ৬৪ টি জেলায় আমরা গিয়েছি এবং যাবো।আমরা ঘোষণা করেছি,বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি আরও বলেছেন, এ মাটি মুজিববাদীদের হতে দেব না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনবো।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নাহিদ বলেন, ‘আপনারা জনগণের পাশে দাঁড়ান, তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখুন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন— যেভাবে জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে গাজীপুরের মাওনায় ১৯ জন বীর শহীদ হয়েছেন। গাজীপুরের প্রশাসন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের খোঁজ রাখে না, তাদের কথা শোনে না। প্রশাসনের অনেকে চাঁদাবাজ টুকাইদের নিয়ে ব্যস্ত। শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করা চলবে না। আজকে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।বিকেলে ব্যস্ততম মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচ থেকে শুরু হয়ে পদযাত্রা এসে শেষ হয় উড়াল সেতুর নিচে।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ উপস্থিত হন এই জনসভায়।
এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রী, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ