বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বন্যার তোড়ে থেমে গেল তিনটি বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা

বন্যার তোড়ে থেমে গেল তিনটি বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীন আজকের (বৃহস্পতিবার, ১০ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিন বোর্ডের এ সিদ্ধান্তে আজ সারা দেশের লাখো পরীক্ষার্থীকে ঘরে বসে থাকতে হচ্ছে। তবে বোর্ডগুলো জানিয়েছে, শুধুমাত্র আজকের (১০ জুলাই) পরীক্ষাগুলোই স্থগিত করা হয়েছে। আগামী দিনগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে।
কুমিল্লা বোর্ডে প্লাবিত কেন্দ্রফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন কেন্দ্র প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ড বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে ১৩ জুলাই থেকে যথাসময়ে পরীক্ষা চলবে।
আলিম পরীক্ষা স্থগিত সারাদেশেমাদরাসা শিক্ষাবোর্ড জানিয়েছে, আলিম পরীক্ষা একযোগে সারাদেশে নেওয়া হয়। আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তাই সারাদেশেই ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কোনো এলাকায় সমস্যা হলে সারাদেশে পরীক্ষা বন্ধ করতে হয়।
কারিগরি বোর্ডেও একই অবস্থাবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও আজকের পরীক্ষা স্থগিত করেছে। এর আওতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা নেওয়া হচ্ছিল।
বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, দেশজুড়ে একই প্রশ্নে পরীক্ষা হয়। কিছু অঞ্চলে জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
বোর্ডগুলো জানিয়েছে, আজকের বিষয়ের পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানানো হবে। পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের আপডেট দেখার অনুরোধ করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ