বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক- সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজু হাজীর স্ত্রী হাওয়া বেগম (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে একটি কুরিয়ার সার্ভিসের ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফাত। গুরুতর আহত অবস্থায় হাওয়া বেগমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।