শনিবার, মে ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে হত্যা

ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত  জয় (১৫) উপজেলার লোহাগাছ ফালু মার্কেট গ্রামের মোঃ বোরহান উদদীনের ছেলে।
অপরদিকে অভিযুক্ত মোজাম্মেল হক (২০) একই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে মোজাম্মেল হক পলাতক আছে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত দশটার দিকে মোজাম্মেল হক ও মো. জয়সহ আরো পাঁচ থেকে ছয় জন কিশোর বাড়ির পাশে বসে আলাপ করছিল। খেলাধুলা নিয়ে আলাপের এক পর্যায়ে জয় ও মোজাম্মেলের মধ্যে ঝগড়া হয়। হঠাৎ মোজাম্মেল বাড়ি থেকে ধারালো ছুড়ি এনে জয়কে আঘাত করে। এতেই গুরুতর আহত হন তিনি। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়। পরে একই দিন দিবাগত রাত সোয়া বারোটায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়।
এই ঘটনার জেরে স্থানীয় লোকজন শুক্রবার মধ্যরাতে অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে। এতে পুড়ে গেছে কয়েকটি কক্ষ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ