বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়পলিথিন ও প্লাস্টিক বোতল বর্জন করলে কৃষিতে ইতিবাচক পরিবর্তন হবে’

পলিথিন ও প্লাস্টিক বোতল বর্জন করলে কৃষিতে ইতিবাচক পরিবর্তন হবে’

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে পারেন, তাহলে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে সক্ষম হবেন। এই বিষয়ে ইতিমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে দুপুর ২টায় ফারমার্স মিনি কোল্ডস্টোর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা আরও বলেন, ‘পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করুন। আগে যেমন চটের ব্যাগ ব্যবহার করত বাপ-দাদারা, এখনও তাই ব্যবহার করুন। এতে আমাদের কৃষি উন্নতি পাবে এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের সুযোগ তৈরি হবে।’
তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমাদের সময় সীমিত। এজন্য এর আগে একটি কৃষি আইন প্রণয়ন করা হবে, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার না করা যায়। রোডস এন্ড হাইওয়ে যখন কোনো রাস্তা তৈরি করতে জমির মালিককে তিনগুণ মূল্য দেয়, একইভাবে এলজিইডিকেও প্রদান করতে হবে। এছাড়া জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করা অন্যায়। এটি নষ্ট হলে উৎপাদন কমে যায়।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ