গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে কার্যকর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি।
মঙ্গলবার(১২ আগস্ট)বিকেল ৪ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগীরচালা মোড় ও ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ শেষে সমাবেশের আয়োজন করে ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন।
এর আগে সোমবার(১১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে মশাল মিছিলের প্রস্তুতির সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গুলিস্তান মোড় থেকে তাদের আটক করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশেএ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বদিউল আলম সবুজের সঞ্চালনায় এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক মনির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধে ছাত্রলীগ ফের অরাজকতা তৈরি করতে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল বের করে। ছাত্র লীগের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ সময় বক্তারা বিশৃঙ্খলার সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।