সোমবার, আগস্ট ১১, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীনির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজরের বেশি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১১ আগস্ট) কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু ভোটের অনুকূল। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ভোটের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে।
তিনি আরও জানান, নিরীহ ও নিরপরাধ ব্যক্তিরা যাতে আইনের আওতায় না আসে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জুলাই-আগস্টে অনেকের নামে টাকার লোভে মামলা হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে যাতে কেউ হয়রানির শিকার না হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘গত জুলাইয়ের তুলনায় এ জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে থানায় কেউ আসতো না। আনসার বাহিনী বিদ্রোহ করেছিল। অন্যান্য বাহিনীও সক্রিয় ছিল না। এখনও কাঙ্ক্ষিত পরিস্থিতি না এলেও নির্বাচনের জন্য বর্তমান অবস্থা উপযুক্ত।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সব সময় ভালো ছিল—এমন নজির নেই।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ