সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়নির্বাচনে ৫ লাখ ৫৫  আনসার-ভিডিপি  পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন-স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৫ লাখ ৫৫  আনসার-ভিডিপি  পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন-স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার(১২ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী, ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্যা। পাশাপাশি সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এতে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত ও কার্যকর হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে এমন কোনো অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আনসার সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো আনসার সদস্য ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক সুবিধার সঙ্গে জড়িত হলে তা রাষ্ট্রের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে। আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, বরং জনগণের করের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী।
অনুষ্ঠানে কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান প্রধান অতিথি। শেষে আনসার সদস্যদের কয়েকটি দল শারীরিক সক্ষমতা ও আপৎকালীন উদ্ধার তৎপরতার মহড়া প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ