রবিবার, আগস্ট ১৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নির্বাচন নির্ধারিত সময়েই হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নির্ধারিত সময়েই হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখ বা মাস অনুযায়ীই নির্বাচন হবে। ক্ষমতা জনগণের হাতে। জনগণ যদি নির্বাচনমুখী হয়, কেউ তা বাধা দিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না। যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’ মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি বেশি হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এসব এলাকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সবজির বাজার পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৃষ্টিপাতের কারণে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে। এজন্য শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সময় দাম বাড়ছে। তবে কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত লাভ কমাতে হবে।’
পলিথিন ব্যবহারের নেতিবাচক প্রভাব নিয়েও তিনি সতর্ক করেছেন। তিনি বলেন, ‘পলিথিনের কোনো উপকার নেই, বরং মাটি নষ্ট হচ্ছে। একসময় পাটের চাহিদা বেশি ছিল। পলিথিন ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহার শুরু করলে কৃষকরা উপকৃত হবেন।’
এ সময় তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী হয়ে সোচ্চার হওয়ার আহ্বানও জানান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ