বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীনতুন আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের: দাবি না মানলে আমরণ অনশন

নতুন আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের: দাবি না মানলে আমরণ অনশন

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। টানা তিনদিনের এ আন্দোলনে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না আসায় শিক্ষকরা নতুন করে আলটিমেটাম দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্ট এলাকা পর্যন্ত পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। বাধা পেয়ে শিক্ষকরা হাইকোর্টের সামনেই সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এবং সেখান থেকেই নতুন কর্মসূচি ও আলটিমেটাম ঘোষণা করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, “আজ আমরা হাইকোর্টের সামনে অবস্থান করছি। আগামীকাল (১৫ অক্টোবর) সকাল ১১টার মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা শাহবাগে অবস্থান নেবো। এরপরও দাবি না মানা হলে যমুনা পর্যন্ত যাবো। তবুও সমাধান না এলে আমরণ অনশনে বসবো।”

তিনি আরও বলেন, “এই আন্দোলন এখন আর পেছনে ফেরার নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সচিবালয় ঘেরাও চলবে।”

শিক্ষকদের এই আন্দোলনের মূল তিনটি দাবি হলো: বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ হারে বৃদ্ধি, শিক্ষকদের সঙ্গে বিদ্যমান বৈষম্য দূরীকরণ,শিক্ষা জাতীয়করণের রোডম্যাপ ঘোষণা।এর আগে গত সোমবারও শিক্ষকরা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধায় তাদের ফিরে যেতে হয়। একই ধরনের ঘটনা মঙ্গলবারও ঘটে।

বর্তমানে হাইকোর্টের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সরকারের প্রতি দ্রুত দাবি পূরণের আহ্বান জানিয়েছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ