বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
No menu items!
বাড়িব্যবসা-বাণিজ্যদেশে সোনার দাম আবারও বাড়ল, ভরি দুই লাখ ছাড়াল

দেশে সোনার দাম আবারও বাড়ল, ভরি দুই লাখ ছাড়াল

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ দুই হাজার ৬১২ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে। নতুন সমন্বিত দামে ভালো মানের ২১ ক্যারেট সোনার ভরি দুই লাখ তিন হাজার টাকায় দাঁড়িয়েছে। এতে করে বাজারে ভালো মানের সোনার দাম দুই লাখ ৯ হাজার টাকার ঘর ছাড়িয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দাম হলো—

২১ ক্যারেট সোনা: ভরি ২,০৩,০০০ টাকা

১৮ ক্যারেট সোনা: ভরি ১,৭১,৪২৬ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ভরি ১,৪২,৫৯২ টাকা
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বর্তমান দাম

২২ ক্যারেট রুপা: ভরি ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রুপা: ভরি ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা: ভরি ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ভরি ২,৬০১ টাকা সোনার আন্তর্জাতিক বাজার ও ডলার–মূল্যের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে সাধারণ ক্রেতাদের জন্য সোনা ক্রয় আরো ব্যয়বহুল হয়ে উঠছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ