ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের সরকারি সফরে (২২–২৪ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর পর আজ পৃথকভাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সকালে ঢাকায় পৌঁছানোর পর শেরিং তোবগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অপরদিকে, বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের আগে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ, জলবিদ্যুৎ ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
