শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও তিনজনের। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর-নিমতলা সাার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল সাার্ভিস লেনে পড়ে গেলে ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই আওলাদ হোসেন (২৩) ও হাবিল (২২) নিহত হন। আহত চারজনের মধ্যে কাইয়ুম (২২) নিমতলা আইডিয়াল ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমন (২০)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে গেছে। সেটিকে শনাক্তের চেষ্টা চলছে।’
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ‘প্রচুর বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি।’
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় একই সড়কে পৃথক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ