বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নেতাদের বিজয়কে কেন্দ্র করে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে।”

তিনি লেখেন, “ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন, তাদেরও অভিনন্দন। অভিনন্দনে এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের।”

শিবিরের বিজয় নিয়ে আলোচনার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবিরকর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমণ এসেছে, কখনো থামিনি।”

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত তার উপন্যাস ‘আমি আবুবকর’ মূলত এই প্রেক্ষাপট নিয়েই লেখা হয়েছিল। বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায় এবং বইমেলাতেই ১১ বার পুনর্মুদ্রণ করতে হয় বলে জানান তিনি।

শিবিরের নেতাদের উদ্দেশে তিনি লেখেন, “গণঅভ্যূত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন।”

ঢাবির আবাসিক হলগুলোর দুরবস্থা তুলে ধরে তিনি লেখেন, “সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা টেবিল-চেয়ার দেখে বস্তির মতো লাগতো, ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা। রুমগুলোর ভেতর তো উঁকি দিতেই ইচ্ছে হতো না।”

পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, “ফ্যাসিষ্টমুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষার্থীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন।”তিনি নির্বাচিতদের জন্য দোয়া কামনা করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ