রবিবার, মে ১৮, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধটাঙ্গাইলে সিঁধ কাটা নির্জন ঘরে মিলল নারীর রক্তাক্ত মরদেহ

টাঙ্গাইলে সিঁধ কাটা নির্জন ঘরে মিলল নারীর রক্তাক্ত মরদেহ

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিঁধ কাটা নির্জন বাড়ির দরজা বন্ধ ঘর থেকে খোদেজা বেগম (৫৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(১৭ মে)  বিকাল ৩ টার দিকে উপজেলার  গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে  রেললাইন সংলগ্ন নির্জন বাড়ির শয়নকক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ  সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। এঘটনায় পুলিশ  রহস্য উদঘাটনে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,শনিবার সকাল ১১ টার দিকে নিজ ঘরের শযনকক্ষে নিহত খোদেজা বেগমের নাক মুখ রক্তাক্ত ও কপালে আঘাত চিহ্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ১০/১২ বছর আগে মারা গেছেন। খোদেজা বেগম যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়ীতে একাই বসবাস করে আসছিলেন। তার কোনো সন্তান নেই। তার একটি পালিত ছেলে রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পালিত ছেলে আসাদুজ্জামান বলেন,গত ১৩ মে বাড়ীতে এসে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিলো না।
শনিবার সকাল  ১১ টার দিকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ ঘরে সিঁধকাটা ছিল। মা শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ধারণা করছি আমার মাকে হত্যা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ