রবিবার, আগস্ট ১৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে শ্রমিকদের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে শ্রমিকদের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে মালয়েশিয়ায় কর্মরত শতাধিক শ্রমিকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার (১৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার এসএম মাজু কেকাল এসডিএন বিএইচডি ও আর এ কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ কোম্পানির ইনচার্জ হাবিবুর রহমান শ্রমিক নিয়োগের নাম করে প্রায় ১০০ শ্রমিকের বেতন আত্মসাৎ করেছেন। এতে প্রায় ৫ লক্ষ ৫৬ হাজার রিংগিত, যা বাংলাদেশি টাকায় দেড় কোটি টাকার সমপরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, হাবিবুর রহমান কোম্পানি থেকে শ্রমিকদের বেতন তুললেও তা শ্রমিকদের প্রদান করেননি। এ ঘটনায় মালয়েশিয়ায় মামলা হলেও তিনি গা-ঢাকা দেন এবং বাংলাদেশে এসে ভুক্তভোগীদের বিরুদ্ধে উল্টো মামলা করেন।ক্ষতিগ্রস্ত শ্রমিকরা দ্রুত প্রতারণার বিচার ও প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন, মো. সোহেলসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ