ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার(১৪ জুলাই) সকালে সন্তোষ বিশ্ববিদ্যালয় ইসলামিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সন্তোষ ইসলামিয়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং নিজ নিজ বাড়িতে তা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
তিনি বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পৃথিবী গড়তে সহায়ক ভূমিকা রাখে। বিএনপি সবসময় সমাজ ও পরিবেশবান্ধব কার্যক্রমে বিশ্বাসী।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির মোঃ শাহ্ আলম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিব হোসেন, আরিফিন রানা সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির নির্দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।