বুধবার, জুলাই ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে বিএনপি নেতা ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে বিএনপি নেতা ইকবালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার(১৪ জুলাই) সকালে সন্তোষ বিশ্ববিদ্যালয় ইসলামিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সন্তোষ ইসলামিয়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং নিজ নিজ বাড়িতে তা রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

তিনি বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পৃথিবী গড়তে সহায়ক ভূমিকা রাখে। বিএনপি সবসময় সমাজ ও পরিবেশবান্ধব কার্যক্রমে বিশ্বাসী।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির মোঃ শাহ্ আলম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিব হোসেন, আরিফিন রানা সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির নির্দেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ