ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে। এ আহত হয়েছেন আরও পাঁচজন।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার(৮ মে) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহত- নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী একটি লোবেট গাড়ির পিছনে পিকআপভ্যানের ধাক্কা লাগলে পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হয়েছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় অপর গাড়ির চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে গেছে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ গুলি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।