ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জিসান হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মির্জাপুর ইউনিয়নের বড়দা মাদ্রাসা এলাকার সাবেক সেনা সদস্য আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে স্কুলে এসএসসি পরীক্ষার ব্যবহারিক খাতা জমা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন জিসান। পথিমধ্যে উপজেলার বড়দা মাদ্রাসা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সামনে থাকা একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় শিকারী বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।