বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীজাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, স্মরণকালের বৃহত্তম জনসমাগম

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, স্মরণকালের বৃহত্তম জনসমাগম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এতে স্মরণকালের রেকর্ডসংখ্যক মুসল্লির অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতারা। এ ছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজায় অংশ নেন।
দুপুর ২টায় জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে মানুষের ঢল ছড়িয়ে পড়ে বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজগেট, আসাদগেট ও শাহবাগসহ আশপাশের অলিগলিতে।
ভবনের ছাদ, ওভারব্রিজসহ যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই মানুষ দাঁড়িয়ে পড়েন। অতিরিক্ত ভিড়ের কারণে চাপ ঠেলে সময়মতো পৌঁছাতে না পেরে অনেকেই জানাজায় অংশ নিতে পারেননি। ধারণা করা হচ্ছে, নিকট অতীতে দেশে এতো বড় জানাজা আর দেখা যায়নি।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। দাফনকালে পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত নেতারা উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এ উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ