শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
No menu items!
বাড়িক্যাম্পাসজকসু নির্বাচন: ৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু, বিকেল ৩টার পর কেন্দ্রে প্রবেশ নয়

জকসু নির্বাচন: ৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু, বিকেল ৩টার পর কেন্দ্রে প্রবেশ নয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন–২০২৫ এর ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৩টার পর নতুন করে কোনো ভোটার ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা লাইনে থাকবেন, তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ক্যাম্পাসে পোলিং এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশ নিশ্চিত করা হয়।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পালন করছে পুলিশ, র‍্যাবের ডগ স্কোয়াড ও সোয়াট টিম। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস এবং রেঞ্জার ইউনিটি কাজ করছে।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ নির্বাচনে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট শেষে ওএমআর মেশিনে ভোট গণনা সম্পন্ন করে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ