বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে রাস্তা দখল করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ!

গাজীপুরে রাস্তা দখল করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ!

গাজীপুরের শ্রীপুরে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শ্রীপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডের কড়ইতলা মোড়স্থ বীর মুক্তিযোদ্ধা আইন উদ্দিন সড়কে এই দখলের ঘটনা ধরা পড়ে। স্থানীয়রা জানান, ওই সড়কের একটি অংশ দখল করে মকবুল হোসেন মাস্টার নামে এক ব্যক্তি বাউন্ডারি প্রাচীর নির্মাণ করছেন। তিনি আলহাজ ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় বাসিন্দা সফি কামাল বলেন, ‘সরকারি রেকর্ড অনুযায়ী এটি একটি সরকারি রাস্তা। এই রাস্তা দখল করে বাউন্ডারি দেওয়া অযৌক্তিক এবং বেআইনি।’
আরেক বাসিন্দা আমিনুল ইসলাম জানান, হঠাৎ দেখি রাস্তার ওপর বাউন্ডারি তৈরি করা হচ্ছে। অনুমতি কোথা থেকে নিয়েছেন তা জানা যায়নি।
শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘একজন শিক্ষক হওয়া সত্ত্বেও সরকারি নিয়মনীতি অমান্য করে রাস্তার অর্ধেক দখল করা হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।’
অভিযুক্ত মকবুল হোসেন মাস্টার দাবি করেছেন, ‘বাউন্ডারি নির্মাণ করা জায়গাটি আমাদের ব্যক্তিগত জমি। এটি সরকারি রাস্তা নয়। বিপরীত পাশে কেউ তাদের ঘরবাড়ি নির্মাণ করে জায়গা দখল করেছে, তাই আমরা আমাদের জায়গা সুরক্ষায় প্রাচীর তৈরি করছি।’
শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ‘আমি বর্তমানে ছুটিতে আছি, বিষয়টি জানি না। তদন্তের পর যদি সরকারি রাস্তা দখলের বিষয়টি সত্যি পাওয়া যায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। দখল করা স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হয়েছে। না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ