গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের চারটি দোকান ও একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহেরারচালা নতুন বাজারের উত্তর পাশে গিয়াস উদ্দীন মাঝির মালিকানাধীন বসতঘর ও দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বসতঘরের কক্ষগুলোতে মূলত পোশাক কারখানার শ্রমিকরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আগুনে তাদের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
দোকানিরা জানান, আগুন লাগার পর কোনো কিছুই উদ্ধার করার সুযোগ পাননি। তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা আইপিএস থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
বাড়ির মালিক বলেন,“হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি সবকিছু পুড়ে শেষ। আমার অনেক ক্ষতি হয়েছে। ভাড়াটিয়াদেরও সব জিনিস নষ্ট হয়ে গেছে।”
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।
