মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

 

গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন অর রশিদ (৪০) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে। গুরুতর আহত জাকির হোসেন (৪৫) শিমলাপাড়া গ্রামের মো: বারেকের ছেলে। তারা দু’জনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় মাসুদ রানা জানান জানান, সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাট বসে। সেই হাটের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে দু’জনই শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ