বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীগণতন্ত্রে ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

গণতন্ত্রে ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে গণতন্ত্রে ফেরানো এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ট্রানজিশনাল পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচন কোনো শেষ লক্ষ্য নয়; বরং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই প্রকৃত লক্ষ্য।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার।

ফখরুল বলেন, “আমরা এখন একটি দোলাচলের মধ্যে আছি। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, শিডিউল শিগগিরই হবে বলে আশা করছি। কিন্তু নির্বাচনই সব নয়। গণতন্ত্রে ফিরে যাওয়া এবং একটি ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা—এটাই সবচেয়ে বড় প্রয়োজন।”

তিনি আরও বলেন, টেকসই রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করা অপরিহার্য।

দমন-পীড়ন, গুম-খুন ও মিথ্যা মামলার অভিযোগ

গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে ফখরুল বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, অথচ লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং প্রায় ২০ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। এসব ঘটনাকে নথিভুক্ত করতে নতুন গবেষণা উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংস্কার বিতর্ক নিয়ে বক্তব্য

সাম্প্রতিক সংস্কার বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বহু আগ থেকেই সংস্কারের দাবি তুলে আসছে। তিনি ব্যক্তিকেন্দ্রিক অর্জন হিসেবে সংস্কারকে প্রচারের সমালোচনা করেন।

বিএনপি বিপ্লবী দল নয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা লিবারেল ডেমোক্র্যাটস; সব ধর্ম-বর্ণ-মতের মানুষকে নিয়ে একটি ‘রেইনবো স্টেট’ গড়াই আমাদের লক্ষ্য।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় এবং সমসাময়িক সহিংসতার প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, কিছু মহল জনদৃষ্টিকে ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

গণতন্ত্রের চর্চার অভাবই সংকটের মূল কারণ

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। অন্যের মত সহ্য করতে না পারা দেশের দীর্ঘ রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে।

গণতন্ত্রের পক্ষে খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকা

ফখরুল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে বলেন, “প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়—গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বিদেশে থেকেও তারেক রহমান জনগণকে সংগঠিত করতে কাজ করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এছাড়া বক্তব্য দেন সেলিমা রহমান, সাইফুল হক, অধ্যাপক বি এম নাগিব হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মোনায়েম মুন্না, ফরিদুজ্জামান ফরহাদসহ আরও অনেকে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ