মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীখালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।”
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি পৃথক পোস্ট প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ