বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি: সব ঠিক থাকলে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি: সব ঠিক থাকলে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে আগামীকাল শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধিদলসহ তিনি লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “যদি ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত হয়, তাহলে আগামীকাল সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। সবকিছু ম্যাডামের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।”
টানা কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গেছে। বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের ১৪ সদস্যের একটি দল নিয়ে লন্ডনে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে নেওয়ার সম্ভাবনা বেশি। সেখানে চিকিৎসকের পাশাপাশি মোট ১৬ জন থাকার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও বিদেশে নেওয়ার অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এভারকেয়ার হাসপাতালে টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর মধ্যে ৮ দিনই তিনি সিসিইউতে ছিলেন। মেডিকেল বোর্ড জানায়, তার অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা স্থিতিশীল হচ্ছে না—একদিকে সামান্য উন্নতি হলেও অন্যদিকে নতুন সমস্যা দেখা দিচ্ছে।
বোর্ডের এক চিকিৎসক জানান, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বজায় রাখতে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিডনি সচল রাখতে বুধবার ডায়ালাইসিস করা হয়েছে। রাতে বোর্ডের বৈঠকে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি ও চীনা বিশেষজ্ঞদের সঙ্গে সর্বশেষ রিপোর্ট বিশ্লেষণ করা হয়।
বুধবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এদিকে তার সুস্থতা কামনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টন, শ্যামলী, পল্লবী, সন্দ্বীপসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ টিম ঢাকায় পৌঁছেছে। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ডা. শাহাবুদ্দিন তালুকদার ও জোবাইদা রহমান।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে দেশে ফেরেন। এবার পরিস্থিতি মারাত্মক হওয়ায় চিকিৎসকদের জোর সুপারিশে আবারও তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ চলছে।

কাতার দূতাবাস জানিয়েছে, তারা খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ