বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কুড়িগ্রামে জেলা বৃক্ষ মেলা'র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা বৃক্ষ মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও বন বিভাগ এর আয়োজনে জেলা বৃক্ষ মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা আউটার স্টোডিয়ামে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সামাজিক বন বিভাগ, রংপুর এর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা স্মৃতি সিংহ রায়।

অনুষ্ঠানটির সভাপতি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।

আরও বক্তব্য দেন, সদর উপজেলা ইউএনও ইসমাইল হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জেলা এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা গন সহ বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন।

অনুষ্ঠানের শেষের দিকে কুড়িগ্রাম বন বিভাগ সহ মেলায় অংশগ্রহণকারী ৮টি স্টলকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এবং অনুষ্ঠানে আসা জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ