কিশোরগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম জয়নব বেগম (৩০)। তিনি নেত্রকোণা সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে গেলে চালক ঘটনাস্থলেই যানবাহনটি ফেলে পালিয়ে যান।
নিহতের স্বামী মোফাজ্জল হোসেন জানান, নরসিংদীতে সবজির ব্যাবসা করেন তিনি। ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। চালক ঘুম চোখে অটোরিকশাটি চালাচ্ছিলেন। পথে কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে চালক ঘুমঘুম চোখে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই মারা যান জয়নব বেগম।
গুরুতর আহত অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে জয়নব বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শিশুকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।