মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কালিহাতীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শাহ আলম,কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মেধাবী ১৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সাতুটিয়া গোরস্থান নূরানী মাদ্রাসায় ইকরা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতুটিয়া কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মুফতি কাওসার বিন আব্দুল লতিফ। এ সময় বিশেষ অতিথিদের উপস্থিতি ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ওয়াহেদ আলী গেন্দা

কালিহাতী উপজেলা এতিমখানার সুপার মাওলানা আব্দুর রহিম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক শুভ্র মজুমদার ও সৈয়দ মহসীন হাবীব সবুজ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুফতি কাওসার বিন আব্দুল লতিফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন—
শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য। এই বৃত্তি তোমাদের শিক্ষার পথে আরও উৎসাহিত করুক।

অনুষ্ঠানের সঞ্চালনা ও সমাপ্তি

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মো. মানছুর রহমান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষের মতে, এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ