মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীকক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস

কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন ।সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। একই দিন তিনি ‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন।উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচে রোববার শুরু হওয়া তিন দিনের এ সম্মেলনটি পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে আয়োজন করেছে। সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এছাড়া জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীদাররা উপস্থিত আছেন।

সম্মেলনের প্রথম দিন বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। তিন দিনের এ সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের পথ খুঁজে বের করা।
সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া তিন দিনে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও জোর দেওয়া হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ