মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীকক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
নতুন করে কক্সবাজারের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আ. মান্নান, যিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ধরনের পদায়ন ও রদবদল প্রশাসনিক কাজের স্বাভাবিক অংশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন দায়িত্ব নিয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ