রবিবার, আগস্ট ২৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আনসার বাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণে গড়ে তোলা হচ্ছে: আনসার ডিজি

আনসার বাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণে গড়ে তোলা হচ্ছে: আনসার ডিজি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের প্রতিটি ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যও মাঠে থাকবেন।

শনিবার (২৩ আগস্ট) গাজীপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ–২০২৫ (৫ম ধাপ)– এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মহাপরিচালক জানান, নির্বাচনের সময় প্রতিটি ভোটকেন্দ্রের আনসার সদস্যরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্বক্ষণিক তদারকির আওতায় থাকবেন। কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ‘আনসার সদস্যদের সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। বাহিনীকে আরও শক্তিশালী করতে আধুনিক ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে যারা সফলভাবে টিকে থাকবেন তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার যোগ্য হবেন।’

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ