সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাস৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসু ভিপির: উপদেষ্টা তিনজনের পদত্যাগ দাবি

৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসু ভিপির: উপদেষ্টা তিনজনের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ আল্টিমেটাম দেন। সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে তিন উপদেষ্টার পদত্যাগ অনিবার্য হয়ে উঠবে।
ডাকসু ভিপি বলেন, শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী—সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও দাবি করেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনটির বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আর মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
এ ছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার কথাও জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা হবে না বলে উল্লেখ করেন ডাকসু ভিপি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ