রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
No menu items!
বাড়িরাজধানী৩২ নম্বরের মতো আমার বাসা ভাঙলে যদি শান্তি আসে, তবুও সমর্থন করছি"কাদের...

৩২ নম্বরের মতো আমার বাসা ভাঙলে যদি শান্তি আসে, তবুও সমর্থন করছি”কাদের সিদ্দিকী

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজধানীর ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাসার মতো তার বাসা ভেঙে যদি দেশে শান্তি ফিরে আসে, তাহলে তিনি সেটিরও সমর্থন করেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন ‘সোনার বাংলা’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমার বাসা যদি ভেঙে দেশে শান্তি আসে, আমি সেটার পক্ষে। আমি কাউকে দোষারোপ করছি না, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আমি আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জনগণকে আমি ভালোবাসি ও সম্মান করি। এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের সোনার বাংলায় কাদের সিদ্দিকীর বাসায় হামলার ঘটনা ঘটে। বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান, হামলার সময় কাদের সিদ্দিকী বাসার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ ১০-১৫ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে গেইট টপকে বাসায় প্রবেশ করে। তারা বাসার দুটি গাড়ি ভাঙচুর করে ও আগুন দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এদিকে, বাসাইল উপজেলায় কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে পৃথক দুটি সমাবেশ ডাকা হলে, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম শনিবার রাতে এই আদেশ দেন। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানিয়েছেন, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ